রহস্য, প্রতিশোধ, মানবিক সম্পর্ক আর টানটান উত্তেজনায় ভরপুর বহুল প্রতীক্ষিত ওয়েব সিরিজ ‘আকা’। অপেক্ষার ইতি টেনে ওটিটি প্ল্যাটফর্ম হইচই-তে বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) মুক্তি পেয়েছে এটি। ৭ পর্বের থ্রিলার সিরিজটি নির্মাণ করেছেন ভিকি জাহেদ। গল্পের কেন্দ্রীয় চরিত্রে আছেন আফরান নিশো। আবুল কালাম আজাদ বা আকা চরিত্রে অভিনয় করেছেন তিনি। আজাদ গভীরভাবে ক্ষত-বিক্ষত এক মানুষ, শৈশবের ভয়াবহ ট্র্যাজেডি তাকে সারাজীবন তাড়া করে ফিরে। সমাজ থেকে বিচ্ছিন্ন হলেও তার ভেতরে লুকিয়ে ছিল এক অনন্য সংগীত প্রতিভা, যা থেকে যায় অমূল্যায়িত।আরো পড়ুন:আকা: নিশোর সঙ্গী নাবিলা‘এত বড় আন্দোলনের সঙ্গে থাকতে পারাটা আমার জন্য বিরাট পাওয়া’ ‘এত বড় আন্দোলনের সঙ্গে থাকতে পারাটা আমার জন্য বিরাট পাওয়া’ একসময় মেঘা নামে এক সাহসী নারীর (মাসুমা রহমান নাবিলা) সঙ্গে পরিচয় তার জীবনে ক্ষণিকের আশার আলো জাগালেও, অতীতের ক্ষত তাকে...