ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র-সংসদ (ডাকসু) নির্বাচনকে সামনে রেখে ১৪ দফা ইশতেহার ঘোষণা করেছে ছাত্র অধিকার পরিষদ ঘোষিত প্যানেল 'ডাকসু ফর চেঞ্জ, ভোট ফর চেঞ্জ'। ইশতেহারে মুক্তিযুদ্ধ ও জুলাই অভ্যুত্থানের চেতনা সমুন্নত রাখা, ডাকসুকে নিয়মিত ক্যালেন্ডারে অন্তর্ভুক্তি, রেজিস্ট্রার বিল্ডিং সংস্কারসহ শিক্ষার্থীবান্ধব বিভিন্ন পদক্ষেপ নেওয়ার কথা উল্লেখ করা হয়েছে। বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) বেলা ৩টার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনের সামনে আয়োজিত সংবাদ সম্মেলনে এই ইশতেহার ঘোষণা করা হয়। `নো মোর ডার্টি পলিটিক্স, নো মোর ভায়োলেন্স': 'মেক দ্যা ডাকসু ফর একাডেমিক এক্সিলেন্স'-স্লোগানকে সামনে রেখে জোটের ভিপি প্রার্থী বিন ইয়ামিন মোল্যা এ ইশতেহার পাঠ করেন। এ সময় এই জোটের ভিপি প্রার্থী বিন ইয়ামিন মোল্লা, জিএস (সাধারণ সম্পাদক) প্রার্থী সাবিনা ইয়াসমিন ও এজিএস (সহ-সাধারণ সম্পাদক) প্রার্থী রকিবুল ইসলামসহ প্যানেলের অন্য পদের প্রার্থীরা উপস্থিত ছিলেন। সংবাদ...