নির্বাচনে জামানতের টাকা ও খরচ বৃদ্ধির মধ্যদিয়ে নির্বাচনকে বড় লোকের টাকার খেলায় পরিণত করার চক্রান্ত চলছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) সাধারণ সম্পাদক ও বাম গণতান্ত্রিক জোটের সমন্বয়ক রুহিন হোসেন প্রিন্স। বৃহস্পতিবার পঞ্চগড় সরকারি অডিটোরিয়াম চত্বরে দলটির পঞ্চগড় জেলা কমিটির দ্বাদশ সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এই মন্তব্য করেন। সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে প্রিন্স নির্বাচন কমিশন ভূতের পিঠে চলেছে উল্লেখ করে বলেন, ‘ভূতের পা যেমন পেছনে যায়, তেমনি নির্বাচন কমিশন পেছনে হাঁটছে।’ বাংলাদেশের কমিউনিস্ট পার্টির সাধারণ সম্পাদক ও বাম গণতান্ত্রিক জোটের সমন্বয়ক রুহিন হোসেন প্রিন্স বলেন, ‘৫৪ বছর যারা ক্ষমতায় ছিল, তারা নীতিহীন রাজনীতি করেছে। বাংলাদেশের শ্রমজীবী ও মেহনতি মানুষ মাঠে ময়দানে কাজ করে যে অর্থনৈতিক সমৃদ্ধি এনেছে, বিগত ৫৪ বছর ধরে লুটপাট করে খেয়েছে দুর্বৃত্ত রাজনীতির হোতারা। যার...