শিক্ষার্থীদের প্রধান দাবিগুলো হলো দ্রুত সময়ে বিশ্ববিদ্যালয়ের অবকাঠামো উন্নয়ন, ক্যাম্পাসের আয়তন বৃদ্ধি ও অবকাঠামো সম্প্রসারণ এবং পরিবহন সংকট নিরসনে দ্রুত পদক্ষেপ গ্রহণ। বিক্ষোভের সময় বরিশাল-ঢাকা মহাসড়কও কিছু সময়ের জন্য অবরোধ করা হলে সাধারণ যাত্রীদের ভোগান্তি হয়। পরে শিক্ষার্থীরা যাত্রীদের সুবিধার কথা বিবেচনা করে কর্মসূচি শেষ করেন। তবে তারা ঘোষণা দেন, সন্ধ্যা থেকে আমরণ অনশন শুরু হবে। বরিশাল বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী আবুবকর বলেন, “কেন প্রশাসন আমাদের কথা শোনছে না, তা আমরা বুঝতে পারছি না। ভিসি স্যার আমাদের আন্দোলনের সঙ্গে সহমত প্রকাশ করছেন, কিন্তু...