পরোটার প্রতি বাঙালির আলাদা একটা আবেগ আছে। অনেকেই নাস্তায় পরোটা খেতে পছন্দ করেন। সকালে গরম গরম চায়ের সঙ্গে পরোটা হলে তো আর কথাই নাই। সাধারণ পরোটা ছাড়াও ডিম পরোটা,আলু পরোটা,সবজি পরোটা, কিমা পরোটাসহ নানা ধরনের পরোটা বানানো যায়। নানা স্বাদের পরোটা নাস্তায় আনে ভিন্নতা। নাস্তায় ভিন্ন ধরনের পরোটা করতে চাইলে সহজে বানিয়ে নিতে পারেন কিমা পরোটা। উপকরণ১. ময়দা ২ কাপ২. মুরগির কিমা ২ কাপ৩. পেঁয়াজ কুচি ১ কাপ৪. রসুন কুচি ১ চা চামচ৫. আদা কুচি আধা চা চামচ৬. হলুদ গুঁড়া সামান্য৭.মরিচ গুঁড়া ১ চা চামচ৮. জিরা গুঁড়া আধা চা চামচ৯.ধনিয়া গুঁড়া আধা চা চামচ১০.গরম মসলার গুঁড়া আধা চা চামচ১১. চিনি আধা চা চামচ১২. লবণ স্বাদমতো১৩. তেল প্রয়োজনমতো প্রস্তুত প্রণালিময়দার সঙ্গে স্বাদমতো লবণ, চিনি ও প্রয়োজনমতো পানি মিশিয়ে নরম খামির তৈরি...