ফ্যাশন আইকন হিসেবে পরিচিতি পেয়েছেন কোরিওগ্রাফার এডলফ খান। স্টাইলিশ পোশাক ও সাজসজ্জার কারণে সহজেই আলাদা করা যায় তাকে। সম্প্রতি ‘সেরা স্টাইলিশ ফ্যাশন ডিরেক্টর’ হিসেবে অ্যাওয়ার্ড পেয়েছেন তিনি। ছড়িয়ে পড়েছে, ‘সুদর্শন পুরুষ অ্যাওয়ার্ড’ পেয়েছেন তিনি। নিজের ছবি ও ভিডিও নিয়ে সোশ্যাল মিডিয়ায় মাতামাতিতে হতাশ ও বিরক্ত এডলফ খান। সম্প্রতি বাবা হারিয়েছেন তিনি। বাবার জানাজার ভিডিও নিয়েও উপহাস করা হয়েছে তাকে। বিষণ্ন একাকী এডলফ এবার নিজেকে দেখাশোনার লোক খুঁজছেন। আজ (৪ সেপ্টেম্বর) বৃহস্পতিবার ফেসবুকে পোস্ট দিয়ে জানিয়েছেন কী কী যোগ্যতা থাকলে তাকে দেখাশোনার দায়িত্ব দেবেন তিনি। এডলফ খান লিখেছেন, ‘আমার বর্তমান কাজের পরিধি ঘিরে, সমস্ত কিছুর ব্যবস্থাপনার জন্য, শুটিং এবং ইভেন্ট সংক্রান্ত শিডিউল ও যাবতীয় কার্যক্রম, আমাকে দেখাশোনার জন্য, আমার টিমে যোগ্যতাসম্পন্ন কিছু লোক নিয়োগ দেয়া হবে।’ এডলফ খানের টিমে কাজ করার...