টলিউডের তারকা অনির্বাণ ভট্টাচার্যের ব্যান্ড ‘হুলিগানিজম’র নতুন গান ঘিরে তোলপাড় নেটদুনিয়া। ‘নরেন্দ্র মোদির পেনশন-টেনশন’ থেকে শুরু করে ‘হিন্দু রাষ্ট্র’, ‘আচ্ছে দিন’ হয়ে সরাসরি বঙ্গ রাজনীতির ‘তিন ঘোষ’—সব মিলিয়ে তাঁর রাজনৈতিক ব্যঙ্গাত্মক গানের ক্যামেরাবন্দি মুহূর্ত এখন নেটপাড়ায় ভাইরাল। গান ঘিরে বিতর্ক যেমন জমেছে, তেমনি এসেছে প্রশংসাও। পশ্চিমবঙ্গের রাজনৈতিক দল তৃণমূল নেতা কুণাল ঘোষ ও বামনেতা শতরূপ ঘোষ খোলাখুলিই অনির্বাণের গানের ভূয়সী প্রশংসা করেছেন। তবে অন্যদিকে, ক্ষোভ উগরে দিয়েছেন অভিনেতা রুদ্রনীল ঘোষ! তিনি বিজেপি নেতাও বটে। তাঁর অভিযোগ, অনির্বাণ ভট্টাচার্য মঞ্চে দাঁড়িয়ে সনাতন ধর্মকে অপমান করেছেন। রুদ্রনীল একটি দীর্ঘ পোস্টে অনির্বাণকে উদ্দেশ্য করে লিখেছেন, ‘‘বন্ধুবর অনির্বাণ ভট্টাচার্য তীব্র প্রতিবাদ জানাচ্ছি আপনার এই অসচেতন, জ্ঞানহীন বক্তব্যের। আপনি মঞ্চে বললেন, ‘সনাতন এসে গেছে? আর সনাতনী? সনাতন মানে আমি সনাতন ধর্মের কথা বলছি। আসেনি তো...