নিজস্ব প্রতিবেদক : ভূমি উন্নয়ন কর এখন ঘরে বসেই অনলাইনে পরিশোধ করা যাচ্ছে। সরকার পরিচালিত ভূমি তথ্য বাতায়ন (land.gov.bd) ওয়েবসাইটে যুক্ত হয়েছে নতুন ফিচার ও আপডেটেড ইউজার ইন্টারফেস, যা সাধারণ নাগরিকদের জন্য কর পরিশোধ এবং নতুন খতিয়ান যুক্ত করার কাজকে করেছে আরও সহজ ও স্বচ্ছ। নিচে ধাপে ধাপে তুলে ধরা হলো নতুন পদ্ধতিতে ভূমি উন্নয়ন কর পরিশোধ এবং খতিয়ান যুক্ত করার সম্পূর্ণ নির্দেশনা: মোবাইল, ল্যাপটপ বা কম্পিউটারে যেকোনো ব্রাউজার খুলুন। প্রদর্শিত ফলাফলে ভূমি তথ্য বাতায়ন (Official Website) লিঙ্কে ক্লিক করুন। ওয়েবসাইটে প্রবেশ করার পর, “ভূমি উন্নয়ন কর” অপশনটিতে ক্লিক করুন। মোবাইলে প্রাপ্ত OTP (ওয়ান টাইম পাসওয়ার্ড) এক মিনিটের মধ্যে প্রবেশ করান। এরপর একটি নতুন এবং শক্তিশালী পাসওয়ার্ড সেট করুন। পাসওয়ার্ডে থাকতে হবে— পাসওয়ার্ড নিশ্চিত করে “পাসওয়ার্ড হালনাগাদ করুন” বাটনে ক্লিক...