দেশের অর্থনীতির ‘গণতন্ত্রায়ন’ই বিএনপির লক্ষ্য বলে মন্তব্য করেছেন দলটির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী। তিনি বলেছেন, “বাংলাদেশে শুধু রাজনীতিতে গণতন্ত্র আনলে চলবে না; দেশের অর্থনীতিকে গণতন্ত্রায়ন করতে হবে। অর্থনীতির গণতন্ত্রায়ন বিষয়টা হচ্ছে, বাংলাদেশের প্রত্যেকটা নাগরিক- এই অর্থনৈতিক উন্নয়ন কর্মকাণ্ডের অংশীদার হতে হবে, তার অংশ থাকতে হবে, তার জন্য লেভেল প্লেয়িং ফিল্ড থাকতে হবে। “আপনি কোনো গোষ্ঠীকে পৃষ্ঠপোষকতা করে অর্থনীতি চালানো যাবে না। অর্থনীতি সকলের জন্য হতে হবে। প্রত্যেকটি নাগরিক যাতে এই অর্থনীতিতে অংশগ্রহণ করতে পারে, উন্নয়ন কর্মকাণ্ডে অংশগ্রহণ করতে পারে- যেজন্য বিএনপির আরেকটা স্লোগান হচ্ছে- অর্থনীতিকে গণতন্ত্রায়ন করা। মূলত যেটা জিয়াউর রহমান সাহেব করে গিয়েছেন। এখন আমরা প্রতিষ্ঠানিক রূপ দিতে চাই।” বৃহস্পতিবার দুপুরে জাতীয় প্রেস ক্লাবে এক আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন। আমীর খসরু বলেন, “আমরা দেশের...