চট্টগ্রাম চারুকলার জমি ও অবকাঠামো ক্লাব বা অন্য কাজে ব্যবহার না করার দাবিতে এবং দেশের প্রথম পূর্ণাঙ্গ চারুকলা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার দাবিতে আজ বৃহস্পতিবার সকাল ১১টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদ প্রাঙ্গণে মানববন্ধন অনুষ্ঠিত হয়। ১৯৭৩ সালে প্রয়াত শিল্পী রশিদ চৌধুরীর নেতৃত্বে প্রতিষ্ঠিত চট্টগ্রাম চারুকলা কলেজ দেশের শিল্পশিক্ষা ও সাংস্কৃতিক আন্দোলনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। পরে এটি জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে আসে এবং ২০১২ সালে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের চারুকলা ইনস্টিটিউটে একীভূত হয়। সম্প্রতি সরকার পরিবর্তনের পর এ স্থাপনাটি বিশ্ববিদ্যালয় ক্লাব হিসেবে ব্যবহার শুরু হলে শিল্পী সমাজ উদ্বেগ প্রকাশ করে। মানববন্ধনে বক্তারা বলেন, চারুকলার জমি ও স্থাপনা শুধুমাত্র শিল্পচর্চা ও শিক্ষার কাজে ব্যবহার করতে হবে। প্রয়াত শিল্পী রশিদ চৌধুরীর কীর্তি ও প্রজন্মের গৌরব রক্ষায় পূর্ণাঙ্গ চারুকলা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা...