নতুন ফ্ল্যাগশিপ স্মার্টওয়াচ উন্মোচন করেছে গারমিন। স্মার্টওয়াচটির দাম শুনে চোখ কপালে উঠে যেতে পারে অনেকেরই। ওয়াচটির নাম ‘ফিনিক্স ৮ প্রো’। নাম থেকেই বোঝা যাচ্ছে প্রায় এক বছর আগে বাজারে আসা কোম্পানিটির ‘ফিনিক্স ৮’ স্মার্টওয়াচেরই উন্নত সংস্করণ এই নতুন ওয়াচ। নতুন স্মার্টওয়াচের সবচেয়ে দামি সংস্করণের দাম এক হাজার সাতশ ২৯ পাউন্ড। নতুন সংস্করণের এ স্মার্টওয়াচে স্যাটেলাইট ও ইন্টারনেট কানেক্টিভিটি যোগ করেছে গারমিন। যাতে মানুষ মোবাইল ফোন ছাড়াই যে কোনও জায়গা থেকে জরুরি পরিষেবার জন্য যোগাযোগ করতে পারে বলে প্রতিবেদনে লিখেছে ব্রিটিশ দৈনিক ইন্ডিপেনডেন্ট। নিজেদের সবচেয়ে দামি ‘ফিনিক্স ৮ প্রো’ মডেলে প্রথমবারের মতো মাইক্রোএলইডি ডিসপ্লে ব্যবহার করেছে গারমিন। কোম্পানিটি বলেছে, এ প্রযুক্তিটি স্মার্টওয়াচের স্ক্রিনকে অনেক উজ্জ্বল ও উচ্চ রেজোলিউশনের করতে সাহায্য করেছে। এ ছাড়াও নতুন ওয়াচে প্রথমবারের মতো নিজেদের ‘ইনরিচ’ প্রযুক্তি যোগ...