গুগলের স্মার্ট হোম ইকোসিস্টেমে বড় পরিবর্তন আসতে চলেছে। গুগল হোমে যুক্ত হতে যাচ্ছে কোম্পানিটির নতুন এআই অ্যাসিস্ট্যান্ট জেমিনাই। গত মাসের মেইড বাই গুগল ইভেন্টে জেমিনাই ফর হোম উন্মোচন করা হয়েছিল এবং বলা হয়েছিল অক্টোবর থেকেই সীমিত আকারে এটি ব্যবহার করা যাবে। এবার নির্দিষ্ট তারিখ ঘোষণা করে গুগল ইঙ্গিত দিয়েছে ১ অক্টোবরে জেমিনাই আসছে গুগল অ্যাসিস্ট্যান্টকে প্রতিস্থাপন করতে। এর মাধ্যমে স্মার্ট হোম ডিভাইসগুলোতে আরও সহজ ভাষায় যোগাযোগ এবং নিয়ন্ত্রণ সম্ভব হবে বলে প্রতিবেদনে লিখেছে প্রযুক্তি সাইট ভার্জ। তবে শুধু সফটওয়্যার নয় নতুন হার্ডওয়্যার ঘোষণারও ইঙ্গিত মিলেছে। গুগলের টিজারে দেখা গিয়েছে একটি নেস্ট ক্যাম যা বাইরে থেকে বর্তমান মডেলের মতো হলেও ধারণা করা হচ্ছে এটি নতুন সংস্করণ। শিগগিরই...