বৈষম্যবিরোধী শিক্ষার্থী সংসদ প্যানেলের ভিপিপ্রার্থী আব্দুল কাদের আজ ফেসবুকে একটি হতাশাগ্রস্ত পোস্ট দিয়েছেন। যেখানে তিনি বলেছেন, ‘আমার ডাকসু’তে জিতা লাগবে না, কেবল বেঁচে থাকতে চাই। এতটুকু দয়া অন্তত আমাকে দেখানোর অনুরোধ। সেই রাজাকার নিয়ে কথা বলার পর থেকেই যে শুরু হইছে, প্রতিনিয়ত সেটা আরো বাড়তেছে। তার পর থেকেই আমি ঘুমাতে পারি না, মাঝরাতে জেগে যাই; শরীর কাঁপতে থাকতে।’এই পোস্ট শেয়ার করে নির্মাতা মাবুরুর রশিদ বান্নাহ বললেন, ‘এই ছেলেটা ২৪-এর বিপ্লবের সামনের সারির একজন। হাসিনার মতো বর্বর, ইতর, রাক্ষুসী ওকে টলাতে পারেনি, কিন্তু কতটা মেন্টালি ব্রোকেন হলে এভাবে বলে। ছেলেটার জন্য আমার মন খারাপ হচ্ছে খুব। আমি নিজের জন্য বলি নাই কিন্তু এখন বলব, ভাই রে আমাকে দেখো, আমি একটা রাজনৈতিক মতাদর্শতে বিলিভ করার পর আমাকে কেটে ছেঁটে ছারখার করে দিচ্ছে।...