০৪ সেপ্টেম্বর ২০২৫, ০৪:১৩ পিএম | আপডেট: ০৪ সেপ্টেম্বর ২০২৫, ০৪:১৩ পিএম গতবছর গাজায় নিহত পাঁচ বছর বয়সী ফিলিস্তিনি শিশু হিন্দ রজবকে কেন্দ্র করে নির্মিত হৃদয়বিদারক ডকুড্রামা 'দ্য ভয়েস অব হিন্দ রজব' ভেনিস চলচ্চিত্র উৎসবে ইতিহাসের দীর্ঘতম, ২৩ মিনিটের স্ট্যান্ডিং ওভেশন পেয়েছে। ইতালির ভেনিসে চলছে ৮২তম আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব। এবারের আসরে বড় আলোচনার বিষয় ছিল গাজায় ইসরায়েলের গণহত্যা। হাজারো মানুষ ওই অনুষ্ঠানে অংশ নেন এবং বিক্ষোভ প্রতিবাদ করেন। সমবেত কণ্ঠে তারা বলে ওঠেন 'গণহত্যা বন্ধ করুন।'এর আগে চলচ্চিত্র উৎসবের আয়োজকদের কাছে দুই হাজার মানুষ খোলা চিঠি দিয়ে প্রকাশ্যে ইসরায়েলি সরকারের প্রতি তীব্রনিন্দা জানানোর আহ্বান জানান। গতকাল (বুধবার) প্রিমিয়ারে দর্শকরা অশ্রুসজল চোখে ফিলিস্তিনি পতাকা উড়িয়ে আওয়াজ তোলেন, “ফ্রি, ফ্রি প্যালেস্টাইন”, 'ফ্রম দ্য রিভার টু দ্য সি,প্যালেস্টাইন উইল বি ফ্রি' । ছবিটি...