শীর্ষনিউজ, চবি:প্রক্টরিয়াল বডির পদত্যাগসহ সাত দাবিতে বিক্ষোভ করেছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) শিক্ষার্থীরা।বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) বেলা ১১টার দিকে বিশ্ববিদ্যালয়ের জিরো পয়েন্ট থেকে মিছিল নিয়ে প্রক্টর অফিসের সামনে যান শিক্ষার্থীরা। সেখানে স্লোগানের মাধ্যমে বিক্ষোভ ও অবস্থান কর্মসূচি পালন করেন তারা।এ সময় শিক্ষার্থীরা সাত দফা দাবি লিখে প্ল্যাকার্ড প্রদর্শন করেন এবং স্লোগান দেন ‘১ ২ ৩ ৪, প্রক্টর তুই গদি ছাড়’; ‘যেই প্রক্টর আমার না, সেই প্রক্টর মানি না’; ‘কোরবান তুই গদি ছাড়, এই মুহূর্তে গদি ছাড়’; ‘আমার ভাই আইসিইউতে, প্রশাসন নিয়োগ বোর্ডে’; ‘যেই প্রক্টর দালালি করে, সেই প্রক্টর আমার না’; ‘দালালের গদিতে, আগুন জ্বালো একসাথে’। বিপ্লবী ছাত্র মৈত্রীর সভাপতি জাকির বলেন, ‘আমরা আজ সাত দফা দাবিতে প্রক্টর অফিসের সামনে আন্দোলন ডেকেছি। কারণ উদ্ভূত পরিস্থিতির জন্য প্রশাসন দায়িত্ব নিতে ব্যর্থ হয়েছে। আমাদের দাবিগুলোর...