সাংবাদিক মঞ্জুরুল আলম পান্নার জামিন শুনানিতে কর্তব্যরত সাংবাদিকের ওপর আইনজীবীদের হামলার ঘটনায় সময় টিভির সাংবাদিক আসিফ হোসাইন সিয়াম আহত হয়েছেন। বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট হাসিব উল্ল্যাহ পিয়াসের আদালতে এ ঘটনা ঘটে। এদিন শাহবাগ থানার সন্ত্রাসবিরোধী আইনের মামলায় সাংবাদিক পান্নাকে আদালতে আনা হয়। পরে বিচারক আদালতে আসেন। প্রচলিত নিয়ম অনুযায়ী বিচারক আইনজীবী ও সাংবাদিক ছাড়া অন্যদের বেরিয়ে যেতে বলেন। এ সময় হামলার ঘটনা ঘটে। এ হামলায় সময় টিভির সাংবাদিক আসিফ হোসাইন সিয়াম আহত হন। আসিফ বলেন, এদিন শুনানির সময় বিচারক কোর্ট রুম থেকে বহিরাগতদের বেরিয়ে যেতে বলেন। এসময় আইনজীবীরা নিউ এজের এক সাংবাদিককেও বের করে দিতে চান। আমি বলেছি, উনিও তো সাংবাদিক। তখন এক আইনজীবী আমার নাক ও মুখ...