এখন কেবল ক্রিপ্টো টোকেন তৈরি করেই থেমে নেই, বরং মাইনিং বা নতুন ক্রিপ্টো কয়েন তৈরিসহ আরও নানা দিকেও পা বাড়াচ্ছে মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের পরিবার। প্রথমবারের মতো বাজারে এল ‘ডব্লিউএলএফআই’ নামের টোকেন, যা ট্রাম্পের দুই ছেলের সঙ্গে সম্পর্কিত এক ক্রিপ্টো ব্যবসার অংশ। টোকেনের বাজারে আগমন ট্রাম্প পরিবারের ক্রিপ্টো দুনিয়ায় বাড়তে থাকা আগ্রহকে সবার নজরে এনেছে বলে প্রতিবেদনে লিখেছে রয়টার্স। বর্তমানে ট্রাম্প পরিবারের ব্যবসায়িক সাম্রাজ্যে চর্চার বিষয় হয়ে দাঁড়িয়েছে ক্রিপ্টোমুদ্রা। তবে সমালোচকরা বলছেন, ট্রাম্প নিজেই যেখানে ঘোষণা দিয়ে বলেছিলেন, যুক্তরাষ্ট্রকে তিনি ‘বিশ্বের ক্রিপ্টো রাজধানী বানাতে’ চান, সেখানে তার পরিবার এখন এ খাতে ব্যবসা করছে, যা স্বার্থের সংঘাত তৈরি করতে পারে। তবে উল্টো সুরে কথা বলছে যুক্তরাষ্ট্র সরকার। এ কাজে কোনো ধরনের ভুল বা অনিয়মের অভিযোগ অস্বীকার করেছে হোয়াইট হাউস। ট্রাম্পের শত...