বহুল আলোচিত ২১ আগস্ট গ্রেনেড হামলা মামলায় তারেক রহমান ও লুৎফুজ্জামান বাবরসহ সব আসামির খালাসের রায়ের বিরুদ্ধে করা আপিলে হাইকোর্টের রায় বহাল রেখেছেন আপিল বিভাগ। এ বিষয়ে রিভিউ আবেদন করা হবে কিনা, পূর্ণাঙ্গ রায় প্রকাশের পর সেটি দেখে সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছেন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল আবদুল জব্বার ভূঁইয়া। বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) অ্যাটর্নি জেনারেল এর কার্যালয়ের সেমিনার কক্ষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি। আবদুল জব্বার ভূঁইয়া বলেন, ‘আমরা এই মামলায় হাইকোর্টের রায়ের বিরুদ্ধে আপিল আবেদন করেছিলাম। সেটি খারিজ করে আজকের হাইকোর্টের আপিল বিভাগের যে রায় দিয়েছেন, সেই রায়ের পূর্ণাঙ্গ কপি দেখে আমরা সিদ্ধান্ত নেব, রিভিউতে (রায় পুনর্বিবেচনা) যাব কিনা। রিভিউ যদি করার মতো থাকে, তাহলে রাষ্ট্র রিভিউতে যাবে।’ এ সময় আরও উপস্থিত ছিলেন- ডেপুটি অ্যাটর্নি জেনারেল আবদুল্লাহ আল...