চলমান ৮২তম ভেনিস চলচ্চিত্র উৎসবে রেকর্ড গড়ল ফিলিস্তিন সংকট নিয়ে তিউনিসিয়ার নির্মাতা কাওথার বেন হানিয়ার সিনেমা ‘দ্য ভয়েস অব হিন্দ রজব’। বুধবার (৩ সেপ্টেম্বর) ভেনিসের স্থানীয় সময় সন্ধ্যায় হয় সিনেমাটির বিশ্বপ্রিমিয়ার। আর সিনেমাটি শেষ হতেই কড়তালিতে রেকর্ড গড়ে সিনেমাটি! ভেনিসে ‘দ্য ভয়েস অব হিন্দ রজব’ ছবিটি পেয়েছে টানা ২৩ মিনিট ৫০ সেকেন্ডের স্টেন্ডিং অভেশন (দাঁড়িয়ে করতালি)। এদিকে আলো নিভে গেলে দর্শকরা একসঙ্গে স্লোগান দেন- “ফ্রি প্যালেস্টাইন।” ‘দ্য ভয়েস অব হিন্দ রজব’ সিনেমার বিষয়বস্তু করা হয়েছে ২০২৪ সালের জানুয়ারির সেই ভয়াবহ হত্যাযজ্ঞ, যেখানে নিহত হন ৫ বছরের হিন্দ রজব, তার চার কাজিন, খালা–খালু এবং দু’জন প্যারামেডিক। ওইদিন ৫ বছর বয়সী হিন্দ রজব গাজায় পরিবারের সঙ্গে পালানোর চেষ্টা করার সময় ইসরায়েলি বাহিনীর হামলায় তাদের গাড়ি লক্ষ্যবস্তুতে পরিণত হয়। বেঁচে থাকা একমাত্র হিন্দ...