‘ভিকারুননিসায় হিজাব পরায় ছাত্রীদের বের করে দেওয়ার অভিযোগ’ শিরোনামে গত ২৪ আগস্ট অনলাইন নিউজ পোর্টাল জাগো নিউজে প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানিয়েছেন অভিযোগ ওঠা শিক্ষিকা ফজিলাতুন নাহার। তবে প্রতিবাদলিপিতে তিনি এমন কিছু তথ্য উল্লেখ করেছেন, যা জাগো নিউজে প্রকাশিত সংবাদের কোথাও উল্লেখ নেই। প্রতিবাদলিপিতে ফজিলাতুন নাহার উল্লেখ করেছেন, “জাগো নিউজ অনলাইন পত্রিকায় প্রকাশিত ‘ভিকারুননিসায় হিজাব পরায় ছাত্রীদের বের করে দেওয়ার অভিযোগ’ শিরোনামে একটি সংবাদ আমার দৃষ্টিগোচর হয়েছে। যেখানে দাবি করা হয়েছে আমি হিজাব পরায় ছাত্রীদের জঙ্গি বলে গালাগাল ও ক্লাস থেকে বের করে দিয়েছি, যা অসত্য ও উদ্দেশ্যেপ্রণোদিত।’’ তিনি ওইদিনের ঘটনার একটি বর্ণনাও তার পক্ষ থেকে দিয়েছেন। তাতে উল্লেখ করেছেন, ‘২৪ অগাস্ট ষষ্ঠ পিরিয়ডে ষষ্ঠ শ্রেণির গ শাখায় ইংরেজি দ্বিতীয়পত্রের ক্লাস ছিল। সেই ক্লাসে স্বেচ্ছাসেবক শিক্ষার্থীরা আসেন ড্রেস কোড ছাড়া। স্বেচ্ছাসেবকদের...