বিশ্বের অন্যতম জনপ্রিয় ফ্যাশন ব্র্যান্ড লুই ভিতোঁর ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে কয়েক বছর ধরে কাজ করছেন বলিউড অভিনেত্রী দীপিকা পাডুকোন। এবার সেই লুই ভিতোঁ পুরস্কার ২০২৫-এর জন্য প্রথম ভারতীয় জুরি সদস্য হয়ে ইতিহাস তৈরি করলেন দীপিকা। ইনস্টাগ্রামে দীপিকা ইভেন্ট সম্পর্কিত একটি পোস্ট করেছেন এবং রণবীর সিং সেখানে বউকে মিষ্টি ডাকনামে ডেকেছেন। একটি পোস্টে দীপিকা পাডুকোন এই গ্লোবাল ইভেন্টের বেশ কয়েকটি ছবি শেয়ার করেছেন। অভিনেত্রীকে হলুদ এবং বাদামি প্রিন্টের একটি সিল্কের শার্ট পরেছিলেন। ফ্লোর লেন্থের ফ্রিঞ্জ বৈশিষ্ট্যযুক্ত একটি মিনি স্কার্ট ছিল সঙ্গে। তিনি সোনালি স্টাড কানের দুল, হাই হিল এবং একটি কালো হ্যান্ডব্যাগ দিয়ে তার চেহারাটি সম্পূর্ণ করেছেন। সঙ্গে চুল খোঁপা করে বাঁধা। ছবিগুলি শেয়ার করে দীপিকা পাডুকোন ক্যাপশনে লিখেছেন, ‘সমস্ত বিজয়ীদের অভিনন্দন! তোমাদের জাদুর সাক্ষী হওয়ার জন্য আমি আর অপেক্ষা করতে...