গোপনে বিয়ে, তারপর হঠাৎ প্রকাশ—আরও একবার ব্যক্তিগত জীবনের খবরে শিরোনামে উঠলেন গায়িকা মোনালি ঠাকুর। সুইজারল্যান্ডের রেস্তোরাঁ ব্যবসায়ী মাইক রিচটেরের সঙ্গে তার দাম্পত্য ভাঙনের পথে বলে জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম। ২০১৭ সালে মুম্বাইয়ে গোপনে বিয়ে করেছিলেন দুজনে। করোনার সময়ে, ২০২০ সালে প্রথমবার প্রকাশ্যে আনেন সেই খবর। মোনালি তখন জানিয়েছিলেন, একটি ভ্রমণেই মাইকের সঙ্গে পরিচয়, সেখান থেকেই ভালোবাসা এবং পরে পরিণয়। তবে সুখের সেই পথ দীর্ঘ হলো না। সাম্প্রতিক সময়ে গায়িকা ইনস্টাগ্রামে স্বামীকে আনফলো করেছেন, সরিয়ে দিয়েছেন দুজনের একসঙ্গে থাকা ছবিগুলোও। মাইকও একইভাবে তাকে আনফলো করে নিজের অ্যাকাউন্ট প্রাইভেট করেছেন। ফলে তাদের সম্পর্কে ফাটলের জল্পনা আরও জোরালো হয়েছে। এক ঘনিষ্ঠ সূত্র সংবাদমাধ্যমকে জানিয়েছে, লং ডিসট্যান্স বিয়ের কারণে সম্পর্কের ভেতরে আস্তে আস্তে দূরত্ব তৈরি হয়েছে। গত কয়েক বছরে তাদের সম্পর্কে অনেক পরিবর্তন এসেছে, আর...