০৪ সেপ্টেম্বর ২০২৫, ০৪:১১ পিএম | আপডেট: ০৪ সেপ্টেম্বর ২০২৫, ০৪:১১ পিএম সাতক্ষীরার শ্যামনগরে আড়ম্বরপূর্ণভাবে বিএনপির ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপিত হয়েছে। দিবসটি পালন উপলক্ষে আলোচনা সভা ও বর্ণাঢ্য র্যালির আয়োজন করা হয়। এর আগে উপজেলা বিভিন্ন অংশ থেকে খন্ড খন্ড মিছিল নিয়ে নেতাকর্মীরা শ্যামনগর পৌর সদরের মাইক্রো স্ট্যান্ডে পৌছায়। পরবর্তীতে ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকীর র্যালী নিয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। মাইক্রো স্ট্যান্ডে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সাতক্ষীরা জেলা বিএনপির যুগ্ম-আহবায়ক ড. মনিরুজ্জামান। পৌর বিএনপির সাবেক আহবায়ক সাবেক চেয়ারম্যান শেখ লিয়াকত আলী বাবুর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাবেক আহবায়ক সোলয়ামান কবীর, উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব প্রাক্তন চেয়ারম্যান গোলাম আলমগীর, জেলা বিএনপির সদস্য জিএম লিয়াকত আলী, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক প্রাক্তন চেয়ারম্যান...