অভিনয় ও পরিচালনার ক্ষেত্রে দূরত্ব তৈরি হয়েছে পশ্চিমবঙ্গের অভিনেতা অনির্বাণ ভট্টাচার্যের। মূল কারণ ফেডারেশনের বিরুদ্ধে আদালতে মামলা। মাঝে এ নিয়ে বিতর্ক তৈরি হওয়ায় অভিনয় থেকে সরে যাবেন, এমন কথাও বলেছিলেন ‘বল্লভপুরের রূপকথা’র নির্মাতা। এরই মাঝে গানের দল ‘হুলিগানইজম’ খুলেছেন তিনি। কয়েক মাস আগে এ ব্যান্ডের ‘মেলার গান’ জনপ্রিয়তা পেয়েছিল। এবার কনসার্ট থেকে ভাইরাল অনির্বাণের আরেকটি গান। ‘তুমি মস্তি করবে জানি’ শিরোনামের এ গানে পশ্চিমবঙ্গের রাজনীতির তিন ঘোষকে নিয়ে ব্যঙ্গ করেছেন তিনি। তিন ঘোষ হলেন তৃণমূল, সিপিএম ও বিজেপির তিন নেতা কুণাল ঘোষ, শতরূপ ঘোষ ও দিলীপ ঘোষ। ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায় অনির্বাণ গাইছেন, ‘এসব গান-বাজনা ছাড়, চল প্রোমোটারি করি, বড় গাড়ি চড়ি/ ইলেকশানের মেজাজ বুঝে দলটা বদল করি/ এই আমাদের দোষ/ গানবাজনা করতে এসে এসব কথা বললে/ রেগে যাবে...