ফের অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি একুশে পদকপ্রাপ্ত বরেণ্য সংগীতশিল্পী ফরিদা পারভীন। রাজধানীর ইউনিভার্সাল মেডিকেল কলেজ হাসপাতালে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন রয়েছেন তিনি। ইনডিপেনডেন্ট ডিজিটালকে এ তথ্য নিশ্চিত করেছেন ফরিদা পারভীনের বড় ছেলে ইমাম। তিনি জানান, গতকাল শিল্পীর ডায়ালাইসিস করানোর কথা ছিল। সেই মোতাবেক হাসপাতালে নিয়ে গেলে শারীরিক অবস্থার গুরুতর অবনতি হলে তাঁকে দ্রুত নিবিড় পরিচর্যা কেন্দ্রে নেওয়া হয়। ইমাম বলেন, ‘এটা আসলে আমাদের জন্য ট্র্যাজেডি। গতকাল আম্মুর ডায়ালাইসিস করার কথা ছিল, ডায়ালাইসিস করার পর আরও কিছু সমস্যা ধরা পড়ার কারণে তাঁকে আইসিইউতে নেওয়া হয়েছে। ভাগ্য ভালো যে, আম্মুকে বাসায় নিয়ে যাওয়ার কথাও চিন্তা করা হয়েছিল। যদি বাসায় নিয়ে যাওয়া হতো, সে ক্ষেত্রে পরিস্থিতি কতটা খারাপ হয়ে যেত—সেটা তো এখন দেখাই যাচ্ছে।’ কয়েক বছর ধরে কিডনির রোগে ভুগছেন ফরিদা পারভীন।...