নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) শিক্ষার্থীরা ২০২৫ সালের জানুয়ারিতে অনুষ্ঠিত ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার এখনো পাননি। বিশ্ববিদ্যালয়ের শরীরচর্চা বিভাগের আয়োজনে অনুষ্ঠিত ওই আসরে ভলিবল, ব্যাডমিন্টন ও বিভিন্ন অ্যাথলেটিক্স ইভেন্টে শিক্ষার্থীরা অংশ নেন এবং বিজয়ী হন। তবে সাত মাস পেরিয়ে গেলেও তাদের হাতে পৌঁছায়নি সেই গৌরবের স্বীকৃতি।জানা যায়, ২০২৫ সালের জানুয়ারিতে আয়োজিত এ প্রতিযোগিতায় মোট ১৬৯টি পুরস্কারের জন্য বিজয়ী নির্ধারণ করা হয়েছিল। কিন্তু দীর্ঘ সময় অতিক্রান্ত হলেও শিক্ষার্থীরা প্রাপ্য সম্মাননা থেকে বঞ্চিত রয়েছেন।পুরস্কার না পেয়ে ক্ষোভ প্রকাশ করেছেন অনেক শিক্ষার্থী। ব্যাডমিন্টন প্রতিযোগিতায় বিজয়ী এক শিক্ষার্থী বলেন, ‘খেলা শেষে ভেবেছিলাম অল্প সময়ের মধ্যেই পুরস্কার পাব। কিন্তু সাত মাস পার হয়ে গেছে, তবুও কিছু হাতে আসেনি। এতে খেলার প্রতি আগ্রহ কমে যাচ্ছে।’অ্যাথলেটিক্সে বিজয়ী জায়েদুল হক নামে আরেক শিক্ষার্থী বলেন, ‘আমরা অনেক কষ্ট করে...