আগামী সরকারের মন্ত্রীদের জন্য ১০১ কোটি টাকার বেশি মূল্যের ৬০টি পাজেরো গাড়ি কেনার প্রস্তাবে সম্মতি দিয়েছে অর্থ মন্ত্রণালয়। আর এই সম্মতিতে বিস্ময় প্রকাশ করেছেন এনসিপির যুগ্ম আহ্বায়ক তাজনুভা জাবীন। বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) এক ফেসবুক পোস্টের মাধ্যমে বিষয়টি উল্লেখ করেন তিনি। নিজের ফেসবুক পোস্টে তাজনুভা লেখেন, আগামী সরকারের মন্ত্রীদের জন্য ১০১ কোটির মূল্যের ৬০টি পাজেরো গাড়ির প্রস্তাবে সম্মতি দিয়েছে অর্থ মন্ত্রণালয়। মানে অর্থ উপদেষ্টা কতটা কেয়ারিং আর কৃতজ্ঞ বন্ধুর প্রতি, বন্ধু মন্ত্রী হওয়ার সাথে সাথেই যাতে নতুন গাড়িতে চড়তে পারেন, আগাম ব্যবস্থা। জুলাই আন্দোলনে শহীদদের প্রতি সরকার সুবিচার করতে পারেনি উল্লেখ করে তাজনুভা বলেন, যে গণ-অভ্যুত্থানের ওপর দাঁড়িয়ে যে জুলাই সনদ সেটার বাস্তবায়নের জন্য পরের সংসদ পর্যন্ত নাকি অপেক্ষা করতে হবে। যে শহীদ-আহতদের রক্তের ওপর প্রতিষ্ঠিত সরকার পাজেরো গাড়ি কিনছেন তাদের...