দুর্গাপূজা উদযাপন উপলক্ষ্যে গোপালগঞ্জে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত! NewsG24 এর নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি। গোপালগঞ্জ:গোপালগঞ্জে শারদীয় দুর্গাপূজা উদযাপন উপলক্ষ্যে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। জেলা প্রশাসন এই সভার আয়োজন করে। আজ বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) দুপুরে জেলা প্রশাসকের কার্যালয়ের সভাকক্ষে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মুহম্মদ কামরুজ্জামান।এ সময় জেলা প্রশাসক মুহম্মদ কামরুজ্জামান জানান, এ বছর গোপালগঞ্জ জেলায় মোট ১হাজার ২৮৫টি মন্দিরে শারদীয় দুর্গাপূজা উদযাপিত হবে। এর মধ্যে সদর উপজেলায় ৩৫৩টি, মুকসুদপুরে ২৯৮টি, কাশিয়ানীতে ২২৪টি, কোটালীপাড়ায় ৩২১টি এবং টুঙ্গিপাড়ায় ৯০টি মন্দির রয়েছে। এ সব পুজো নির্বিঘ্নে অনুষ্ঠিত হওয়ার জন্য প্রশাসন পর্যাপ্ত প্রস্তুতি গ্রহণ করছে। বিশেষ করে, ১ হাজার ৭৭টি ঝুঁকিপূর্ণ মন্দিরে সিসিটিভি ক্যামেরা স্থাপন করা হবে। পুলিশসহ অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী নিরাপত্তার দায়িত্বে থাকবে। এছাড়া, জেলা প্রশাসক কার্যালয়ে...