গত বছরের জুলাইয়ের আন্দোলনে সারা দেশ যখন উত্তাল, সে সময় ‘চলো ভুলে যাই’ শিরোনামের গান বাঁধেন পারশা মাহজাবীন পূর্ণি। মুহূর্তেই সামাজিকমাধ্যমে ছড়িয়ে পড়ে গানটি।আলোচনায় চলে আসেন পারশা। সেই পারশা ‘প্রেমে পড়তে চেয়েও পারছেন না’ বলেই জানিয়েছেন। গণমাধ্যমের নানা মুখোমুখি হয়ে তরুণ গায়িকা ও অভিনেত্রী বলেন, প্রেমে তো পড়তে পারছি না। প্রেমে পড়তে চাচ্ছি, কিন্তু পারছি না। তবে নিজের পছন্দের ছেলেকেই তিনি জীবনসঙ্গী হিসেবে বেছে নেবেন বলে জানান পারসা। কিন্তু জুতসই তেমন কাউকে এখনো নাকি মনে ধরেনি। তার কথায়, আমার হয়তো রিকোয়ারমেন্ট অনেক। যে কারণে হয়তো ভালো কোনো পছন্দমতো ছেলে খুঁজে পাচ্ছি না। এখন মানুষকে তো আর কাস্টমাইজ করে বানানো যায় না। আমি যেমন চাই, তেমন ছেলেই পেয়ে গেলাম, সেটা প্রত্যাশা করে বসে থাকারও অর্থ হয় না। এটা তো মানতেই হবে।...