বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) দুপুরে পঞ্চগড় সরকারি অডিটোরিয়াম চত্বরে জেলা কমিটির দ্বাদশ সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। তিনি বলেন, “অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আমাদের বড় দাবি নেই। শুধু জনগণের প্রত্যক্ষ ভোটে নির্বাচিত সরকারের হাতে ক্ষমতা হস্তান্তর করতে হবে। নির্বাচন নিয়ে আর টালবাহানা চলবে না। কিন্তু সরকার এখনও জনগণের আস্থা অর্জন করতে পারেনি যে তারা একটি সুষ্ঠু নির্বাচন দিতে পারবে।” নির্বাচন কমিশনের সমালোচনা করে রুহিন হোসেন প্রিন্স আরও বলেন, “আগে এমপি নির্বাচনে জামানত ছিল ২০ হাজার টাকা, এখন তা ৫০ হাজার টাকা করা হয়েছে। একই সঙ্গে প্রার্থীর খরচের সীমাও বাড়ানো হয়েছে। এসব পরিবর্তনের মধ্য দিয়ে নির্বাচনকে বড়লোকদের টাকার খেলায় পরিণত করার চক্রান্ত চলছে। এটি কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।” তিনি বলেন, “আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি কিংবা জামায়াত—কেউই মানুষের মুক্তি...