জগন্নাথ বিশ্ববিদ্যালয় সংলগ্ন এলাকা থেকে অবৈধ বাসস্ট্যান্ড অনতিবিলম্বে সরানোর দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের ভাস্কর্য চত্বরে এই মানববন্ধন কর্মসূচি পালিত হয়।মানববন্ধনে শিক্ষার্থীরা আগামী ৪৮ ঘণ্টার ভেতরে বিশ্ববিদ্যালয়ের সামনে থেকে অবৈধ বাসস্ট্যান্ড সরানোর দাবি জানান। মানববন্ধন শেষে বিশ্ববিদ্যালয় প্রশাসন বরাবর স্মারকলিপি প্রদান করা হয়।মানববন্ধনে বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ (বাগছাসের) বিশ্ববিদ্যালয় শাখার মুখ্য সংগঠক ফেরদৌস শেখ বলেন, ক্যাম্পাসের সামনে এমন একটা অবস্থা যে, অপরিচিত কেউ যদি কখনো এদিকে আসে তাহলে এই বিশ্ববিদ্যালয়কে আর বিশ্ববিদ্যালয় বলবে না, বলবে বাসট্যান্ড। আমরা বারবার এখান থেকে বাসস্ট্যান্ড সরানোর দাবি জানালেও প্রশাসন দাবির প্রতি কর্ণপাত করছে না। প্রশাসনের পক্ষ থেকে চব্বিশ ঘণ্টা সময় দিলেও তাদের চব্বিশ ঘণ্টা এখনো শেষ হয়নি। আমরা আগামী আটচল্লিশ ঘণ্টার সময় দিচ্ছি, এই সময়ের ভেতর যদি কোনো...