ঢাকা: ব্লাড মুন পূর্ণ চন্দ্রগ্রহণ মহাকাশের সবচেয়ে আকর্ষণীয় ঘটনাগুলোর একটি। পৃথিবীর ছায়া চাঁদকে ঢেকে ফেলার সাথে সাথে চাঁদ তামাটে লাল রঙ ধারণ করে। তখন এটাকে ব্লাড মুন বলা হয়। এই ব্লাড মুন আকাশে দেখা যাবে আগামী ৭-৮ সেপ্টেম্বরের মধ্যে।এ সময় রাতের আকাশে তৈরি হবে এক অপূর্ব দৃশ্য যা ইউরোপ, আফ্রিকা, এশিয়া ও অস্ট্রেলিয়ার কিছু অংশ থেকে দেখা যাবে। অপূর্ব দৃশ্য প্রায় পাঁচ ঘণ্টা ধরে সে আকাশেই থাকবে। এর মধ্যে মোট ৮২ মিনিট তথা দেড় ঘণ্টার জন্য চাঁদ লালচে বা তামাটে রং ধারণ করবে।ব্লাড মুন পূর্ণ চন্দ্রগ্রহণ পুরো এশিয়া মহাদেশে দৃশ্যমান হবে। ভারত ও চীন থেকে দেখা যাবে। বাংলাদেশ যেহেতু দক্ষিণ এশিয়ায় অবস্থিত, তাই এখান থেকে দেখতে পাওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে।তবে উত্তর ও দক্ষিণ আমেরিকা থেকে দেখা যাবে না। এই অঞ্চলের...