একটা সময় ছিল যখন হাতঘড়ির কাঁটায় শুধু সময়ই ধরা দিত। সেই দিন অনেক পেরিয়ে এসেছে। এখন কেবল সময় নয়, প্রযুক্তির এই ক্ষুদ্র যন্ত্রে জমা হচ্ছে একেকজন মানুষের ব্যক্তিগত অনুভূতি, স্মৃতি আর নিজস্বতা। স্মার্টওয়াচের ডিজিটাল ফেসে নিজের ছবি বসানো আজকাল ব্যক্তিত্বের প্রকাশ। স্মার্টওয়াচ বাজারে আসার শুরুতে নির্মাতারা বিভিন্ন ধরনের প্রি-লোডেড ওয়াচ ফেস দিয়েছিল। কোনোটিতে ছিল কালো-সাদা ডিজাইন, আবার কোনোটিতে জ্যামিতিক নকশা কিংবা অ্যানালগ ঘড়ির আদল। কিন্তু প্রযুক্তি যত এগোচ্ছে, ব্যবহারকারীরা ততই চাইছেন নিজের ইচ্ছামতো সাজিয়ে নিতে এই ছোট্ট স্ক্রিনকে। মানুষ আজকাল শুধু ফ্যাশন কিংবা পোশাকেই নয়, প্রযুক্তি গ্যাজেটেও নিজের স্টাইলকে ফুটিয়ে তুলতে চাইছে। অনেকেই ঘড়ির ডায়ালে নিজের ছবি বসিয়ে দেন, কেউ আবার পরিবার, সন্তান বা প্রিয়জনের ছবি ব্যবহার করেন। এটি তাদের কাছে যেমন সৌন্দর্যের আলাদা ধরন, তেমনি মানসিক সংযোগেরও ব্যাপার। দিনের...