ছাত্রদলের নারীবিদ্বেষী মুখোশ উন্মোচিত হয়েছে বলে এক বিবৃতিতে জানিয়েছে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির। একই সঙ্গে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ছাত্রদলের একজন নেতার বিরুদ্ধে নারী শিক্ষার্থীদের আপত্তিকর মন্তব্য করার অভিযোগ তুলে এর প্রতিবাদ জানিয়েছে ছাত্র শিবির। বৃহস্পতিবার এক যৌথ বিবৃতিতে সংগঠনটির সভাপতি জাহিদুল ইসলাম ও সেক্রেটারি জেনারেল নূরুল ইসলাম এ প্রতিবাদ জানান। বিবৃতিতে অভিযোগ করা হয়, ‘গত ১ সেপ্টেম্বর রাজশাহী বিশ্ববিদ্যালয়ের জুলাই-৩৬ হলে বিগত এক মাসে রাত ১১টার পরে হলে প্রবেশ করা ৯১ জন শিক্ষার্থীকে প্রশাসন নোটিশ করে। সেই ৯১ জনকে উদ্দেশ্য করে রাবি ছাত্রদলের শাহ-মখদুম হল শাখার সহ-সভাপতি আনিসুর রহমান মিলন সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ্যে চরম আপত্তিকর মন্তব্য করেন। তিনি শিক্ষার্থীদের বিনা পারিশ্রমিকের যৌনকর্মী বলে শেমিং করেন। এটি শুধু সংশ্লিষ্ট ছাত্রী, হল বা বিশ্ববিদ্যালয় নয়; বরং দেশের সমগ্র নারী সমাজের জন্য চরম...