পরিচালক সাদনান রনি বলেন, শফিক রিয়ানের সঙ্গে এটি তার প্রথম কাজ। গল্পকে নাটকে রূপ দেওয়ার অভিজ্ঞতা আনন্দের, আর শেষ দৃশ্য দর্শকদের মনে গভীর আবেগ ছুঁয়ে যাবে বলে আশা রাখছেন তিনি। অভিনেতা পার্থ শেখ বলেন, এই নাটক তার জন্য ভিন্নধর্মী অভিজ্ঞতা। আমাদের চারপাশের পারিবারিক গল্প বলেছে ‘শেষ চিঠি’, যা দর্শকেরাও নিজেদের জীবনের প্রতিফলন হিসেবে খুঁজে পাবেন। অভিনেত্রী নওবা তাহিয়া জানান, তিনি নাটকে একজন চিত্রশিল্পীর চরিত্রে অভিনয় করেছেন। সহজবোধ্য অথচ আবেগঘন এই কাহিনি...