০৪ সেপ্টেম্বর ২০২৫, ০৩:৪৬ পিএম | আপডেট: ০৪ সেপ্টেম্বর ২০২৫, ০৩:৪৬ পিএম বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও জাতীয়তাবাদী ছাত্রদল ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক সভাপতি হাসান মামুন বলেছেন, “আওয়ামী লীগের অনুপস্থিতিতে বিএনপিকে চোখ রাঙানো বা চ্যালেঞ্জ করার মতো একটি দল রয়েছে যাদের বাংলাদেশে সর্বোচ্চ এককভাবে ১৮টি আসন জয়ী হওয়ার রেকর্ড আছে। এখন পর্যন্ত তারা বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সঙ্গ পরিত্যাগ করলে বিনা চ্যালেঞ্জে একটি আসন পাবে কিনা তাও নিশ্চিত নয়। তারপরও তারা রাষ্ট্রক্ষমতায় যাওয়ার স্বপ্ন দেখেন এবং সেটা বাংলাদেশ জাতীয়তাবাদী দলের দুর্বলতার কারণেই দেখেন।” বুধবার (৩ সেপ্টেম্বর) রাতে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে জেলা বিএনপির উদ্যোগে পটুয়াখালী শিল্পকলা একাডেমি মিলনায়তনে “গণতন্ত্রের অগ্রযাত্রায় বাংলাদেশ” শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। পটুয়াখালী জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মো. মজিবুর রহমান টোটন এর সভাপতিত্বে...