হামলায় আহত গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর সুস্থ নন। তাকে সিঙ্গাপুরে নিয়ে চিকিৎসা করানোর দাবি জানিয়েছেন দলটির সাধারণ সম্পাদক রাশেদ খান। বৃহস্পতিবার (০৪ সেপ্টেম্বর) দুপুরের দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বাগান গেটে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ দাবি জানান। রাশেদ খান বলেন, নুরুল হক নুরকে সুস্থ বললেও তিনি সুস্থ নন। তার নাক বাঁকা হয়ে গেছে, মুখে খেতে পারছেন না। একা একা উঠে দাঁড়াতে পারছে না, মাথা ঘুরছে। ওয়াশরুমে ধরে নিয়ে যেতে হয়। তিনি বলেন, পরিবেশ উপদেষ্টার সঙ্গে কথা হয়েছে। স্বাস্থ্য উপদেষ্টা দেশের বাইরে নিয়ে যাওয়ার বিষয়ে কাজ শুরু করেছেন। শিগগিরই নুরুল হক নুরকে দেশের বাইরে চিকিৎসার জন্য পাঠানো হবে। তিনি আরও বলেন, আশা করছি আগামী এক সপ্তাহের মধ্যে তাকে দেশের বাইরে নিয়ে যাওয়া হবে। আজ আমি নুরুল হক...