মেহজাবীন আরও বলেন, ‘কিন্তু পরে যখন আমি টিমের সঙ্গে বসি, তখন বুঝতে পারি যে, তারা এ বছরের ধারণাটিই সম্পূর্ণ পরিবর্তন করেছে। এবার আমরা বিচারক নই, আমরা মেন্টর—যারা প্রতিযোগীদের শেখাবেন, গাইড করবেন। এবার আমরা প্রতিযোগীদের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করছি, তাদের শেখাচ্ছি, মেন্টরিং করছি, যাতে তারা গ্র্যান্ড ফিনালের পর নিজেদের যাত্রা শুরু করার জন্য পুরোপুরি প্রস্তুত হতে পারে।এরপর দায়িত্ব পাওয়া নিয়ে এই অভিনেত্রী বলেন, ‘এই বছরের ধারণা একটু আলাদা, আর এত বড় দায়িত্ব পাওয়া আমার জন্য নিঃসন্দেহে এক বিরাট সম্মান। সত্যি বলতে, আমি নিজেও কখনো কখনো নার্ভাস বোধ করি, যা এপিসোডগুলোতেও কিছুটা বোঝা যায়। কারণ, যখনই আমি প্রতিযোগী মেয়েদের দেখি, আমার নিজের কথা মনে পড়ে যায়—কতটা দুর্বল প্রতিযোগী ছিলাম আমি, যখন লাক্স-এ অংশ নিয়েছিলাম। তাই আমি খুব ভালোভাবেই বুঝতে পারি, ওরা কী...