রহস্য, অপরাধ আর প্রতিশোধের গল্পে নির্মিত ওয়েব সিরিজ ‘ফ্যাঁকড়া’। গত ৮ মে ওটিটি প্ল্যাটফর্ম বঙ্গতে মুক্তি পায় এটি। সেসময় দর্শক-সমালোচক মহলে বেশ প্রশংসিত হয় সিরিজটি। এবার ওটিটি মাতিয়ে ফ্যাঁকড়া আসছে ইউটিউবে। সামাজিকমাধ্যমে এ তথ্য জানিয়েছেন পরিচালক আসিফ চৌধুরী। বুধবার (৩ সেপ্টেম্বর) এক ফেসবুক পোস্টে সিরিজটির ইউটিউব মুক্তি নিয়ে তিনি বলেন, ‘রহস্য, অপরাধ আর প্রতিশোধের অজানা খেলা—যেখানে প্রতিটি পদক্ষেপ নিয়ে যায় ভয়ঙ্কর পরিণতির দিকে। যারা সাবস্ক্রিপশন ও পয়সা ছাড়া দেখতে চেয়েছেন তাদের জন্য ফ্যাঁকড়া আসছে আগামী ৫ সেপ্টেম্বর। দেখতে হলে চোখ রাখুন বঙ্গ ইউটিউবে।’ অর্থাৎ, আগামীকাল ৫ সেপ্টেম্বর বঙ্গ ইউটিউব চ্যানেলে মুক্তি পাচ্ছে ফ্যাঁকড়া। এতে অভিনয় করেছেন শ্যামল মাওলা, নিশাত প্রিয়ম, নিদ্রা দে নেহা, পার্থ শেখ, মীর রাব্বি, আব্দুল্লাহ আল সেন্টু, কাজী আবরার, সারাহ আলম, এ কে আজাদ সেতু, হাসনাত রিপনসহ...