ইতিহাসের সবচেয়ে বড় ডিস্ট্রিবিউটেড ডিনায়াল-অফ-সার্ভিস সাইবার হামলা ঠেকানোর দাবি করেছে ওয়েব নিরাপত্তা কোম্পানি ক্লাউডফ্লেয়ার। ডিস্ট্রিবিউটেড ডিনায়াল-অফ-সার্ভিস সাইবার হামলা হচ্ছে অনেকগুলো কম্পিউটার থেকে একসঙ্গে কোনো সার্ভার বা ওয়েবসাইটে যোগাযোগ করে সেটিকে অচল করে দেওয়ার চেষ্টা। এ রেকর্ড গড়া সাইবার হামলার গতি ছিল প্রতি সেকেন্ড ১১.৫ টেরাবিট অর্থাৎ এ হামলায় এত বেশি ডেটা পাঠানো হয়েছিল, যা ১২ হাজারটিরও বেশি ফুল এইচডি মুভি একসঙ্গে ইন্টারনেটে পাঠানোর সমতুল্য বলে প্রতিবেদনে লিখেছে ব্রিটিশ দৈনিক ইন্ডিপেনডেন্ট। এ হামলাটি ছিল আগের সাইবার হামলার রেকর্ডের চেয়ে ৫০ শতাংশের বেশি বড়। আগের রেকর্ড ছিল প্রতি সেকেন্ড ৭.৩ টেরাবিট, যেটিকে গত বছরের জুনে ‘ঐতিহাসিক’ বলে বর্ণনা করেছিল ক্লাউডফ্লেয়ার। ডিডিওএস সাইবার হামলা ইন্টারনেট বিভ্রাটের সবচেয়ে সাধারণ উপায়গুলোর একটি। এ ধরনের হামলায় পুরো একটি ওয়েবসাইট বা অনলাইন প্ল্যাটফর্মকে অচল করে দেওয়া সম্ভব।...