হরর সিনেমার জগতে সবচেয়ে জনপ্রিয় ফ্র্যাঞ্চাইজিগুলোর মধ্যে অন্যতম হলো ওয়ার্নার ব্রাদার্সের ‘দ্য কনজ্যুরিং’। এ পর্যন্ত ৮টি সিনেমা মুক্তি পেয়েছে, যার প্রায় সবকটিই সাফল্য পেয়েছে। সবশেষ ২০২১ সালে মুক্তি পায় ‘দ্য কনজ্যুরিং: দ্য ডেভিল মেইড মি ডু ইট’। প্রায় চার বছর পর আসছে নবম কিস্তি ‘দ্য কনজ্যুরিং: লাস্ট রাইটস’। ৫ সেপ্টেম্বর ছবিটি আন্তর্জাতিকভাবে মুক্তি পাবে, একই দিনে বাংলাদেশের স্টার সিনেপ্লেক্স, ব্লকব্লাস্টার সিনেমাসসহ বেশ কয়েকটি অত্যাধুনিক প্রেক্ষাগৃহে দেখা যাবে ভয়ঙ্কর এই হরর ছবি। মাইকেল শ্যাভস পরিচালিত সিনেমাটিতে এড ও লরেন ওয়ারেনের ভূমিকায় ফের অভিনয় করেছেন প্যাট্রিক উইলসন ও ভেরা ফার্মিগা। তাঁদের সঙ্গে আছেন বেন হার্ডি ও মিয়া টমলিনসন। প্রযোজনায় রয়েছেন জেমস ওয়ান ও পিটার সাফরান। এবারের গল্প তৈরি হয়েছে ১৯৮৬ সালের পেনসিলভানিয়ার স্মার্ল...