কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক চ্যাটবট চ্যাটজিপিটির ‘প্ররোচনায়’ মার্কিন কিশোরের আত্মহত্যার ঘটনার পর সফটওয়্যারটিতেআসছে ‘প্যারেন্টাল কন্ট্রোল’। মালিকানা প্রতিষ্ঠান ওপেনএআই জানিয়েছে, শিগগিরই চ্যাটজিপিটিতে প্যারেন্টাল কন্ট্রোল যুক্ত করা হবে। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা যায়। গত সপ্তাহে যুক্তরাষ্ট্রে এক কিশোরকে আত্মহত্যায় প্ররোচিত করার অভিযোগ ওঠে তাদের চ্যাটবট চ্যাটজিপিটির বিরুদ্ধে। ওই কিশোরের বাবা-মা এমন অভিযোগ এনে মামলাও করেছেন। ওই দম্পতির অভিযোগের এক সপ্তাহ পর ‘ওপেনএআই’ তাদের চ্যাটবটে অভিভাবক নিয়ন্ত্রণ বা প্যারেন্টাল কন্ট্রোলের সুবিধা যুক্ত করার কথা জানিয়েছে। ব্লগে দেওয়া এক পোস্টে ওপেনএআই জানায়, ‘আগামী এক মাসের মধ্যে অভিভাবকরা তাদের অ্যাকাউন্টের সঙ্গে কিশোর সন্তানের অ্যাকাউন্ট যুক্ত করতে পারবেন’ এবং বয়স-উপযোগী আচরণের নিয়ম নির্ধারণ করে চ্যাটজিপিটি কীভাবে তাদের সন্তানের প্রশ্নের উত্তর দেবে তা নিয়ন্ত্রণ করতে পারবেন’। প্রতিষ্ঠানটি আরও জানায়, ‘সিস্টেম যখন কোন কিশোরের...