রাজধানীর তেজগাঁওয়ের বিজয় সরণি সিগন্যাল এলাকায় ট্রাকচাপায় মো. রাকিব (৩০) নামের এক বাইসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে। তিনি তিব্বত কোম্পানিতে চাকরি করতেন। বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৫টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহত রাকিবের বোন মারিয়া আক্তার জানান, রাকিব প্রতিদিনের মতো সকালে বাসা থেকে কাজে যাচ্ছিলেন। বাইসাইকেলে করে যাওয়ার সময় বিজয় সরণি সিগন্যাল এলাকায় একটি ট্রাক তাকে ধাক্কা দিলে তিনি রাস্তায় ছিটকে পড়ে গুরুতর আহত হন। পরে পথচারীরা তাকে উদ্ধার করে সকাল সাড়ে ৬টার দিকে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। ঢামেক পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক জানান,...