অভিনেতা আফরান নিশো আর নির্মাতা ভিকি জাহেদ এক হওয়া মানেই হইচই ফেলে দেয়ার প্রথম কারণ জন্ম নেওয়া। গেল কয়েকদিন সেটাই চললো খবরে ও সোশ্যালে। কারণ, খবর আসছিলো দুজনে মিলে এবার বানিয়েছেন ৭ পর্বের নতুন সিরিজ ‘আকা’। এবার সেটি দেখার পালা। প্রতীক্ষার অবসান ঘটিয়ে আজ (৪ সেপ্টেম্বর) হইচই অ্যাপে মুক্তি পেয়েছে সিরিজটি। সেটি দেখেও যেন শুরু হলো নতুন হইচই! রহস্য, প্রতিশোধ, টানটান উত্তেজনা আর মানবিক সম্পর্কের দোলাচল নিয়ে নির্মিত এই সোশ্যাল থ্রিলার দর্শকদের ভাবনার খোরাক যোগাচ্ছে ভালোই। এতে দেখা যায়, গল্পের কেন্দ্রীয় চরিত্র আজাদ গভীরভাবে ক্ষতবিক্ষত এক মানুষ। যাকে শৈশব থেকে তাড়া করে ফিরেছে ভয়াবহ ট্র্যাজেডি। ছোটবেলায় নিজ পরিবারে ঘটে যাওয়া নির্মম এক ঘটনা প্রত্যক্ষ করার পর থেকে সে সমাজের সঙ্গে সম্পর্ক স্থাপনে ব্যর্থ হয়। নিঃসঙ্গ ও অপূর্ণ এক জীবন কাটালেও,...