৯০-এর দশকের বলিউডে অ্যাকশন, রোম্যান্স এবং মিউজিকের মেলবন্ধন দর্শকদের মন জয় করছিল, তখন অক্ষয় কুমার ও রাভিনা ট্যান্ডনের জুটি দর্শকদের মনে বিশেষ স্থান করে নিয়েছিল। ‘টিপ টিপ বরসা পানি’সহ ‘মোহরা’, ‘ম্যায় খিলাড়ি তু আনাড়ি’ ও ‘খিলাড়িয়ো কা খিলাড়ি’ চলচ্চিত্রে তাদের অনস্ক্রিন রসায়ন আজও দর্শকদের মনে জাগ্রত। অনস্ক্রিন ঘনিষ্ঠতা ছাড়াও, বাস্তবেও তারা একে অপরের খুব কাছাকাছি চলে এসেছিলেন। খবর অনুযায়ী, তারা গোপনে বাগদান করেছিলেন, এবং রাভিনার পরিবার ও অক্ষয়ের আত্মীয়রা উপস্থিত ছিলেন। তবে এই সম্পর্ক দীর্ঘস্থায়ী হয়নি। আরো পড়ুন :পাঞ্জাবে ভয়াবহ বন্যা: পাশে দাঁড়ালেন শাহরুখ-দিলজিৎ ১৯৯৮ সালে অক্ষয় এক সাক্ষাৎকারে জানান, এটা শুধু একটি বাগদান ছিল, যা পরে ভেঙে যায়। আমরা কখনও বিয়ে করিনি। রাভিনা আরো পরে স্বীকার করেন, অক্ষয় জনপ্রিয় ছিলেন, এবং বাগদানের খবর প্রকাশ পেলে তার ‘খিলাড়ি’ ইমেজ ক্ষতিগ্রস্ত...