সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক নিয়মিত তাদের মনিটাইজেশন সিস্টেম আপডেট করছে। এবার নতুনভাবে যুক্ত হয়েছে ফেসবুক স্টোরি থেকে আয়ের সুযোগ। অর্থাৎ যারা ফেসবুকের কন্টেন্ট মনিটাইজেশন প্রোগ্রামের আওতায় আছেন, তারা এখন পাবলিক স্টোরির ভিউ থেকেও অর্থ উপার্জন করতে পারবেন। এটি কন্টেন্ট ক্রিয়েটরদের জন্য একটি বড় সম্ভাবনা তৈরি করেছে। তবে শুধু স্টোরি পোস্ট করলেই আয় হবে না। আয়ের পরিমাণ নির্ভর করবে ভিউ, এনগেজমেন্ট এবং বিজ্ঞাপনের ধরন অনুযায়ী। বিশেষ করে উন্নত দেশ থেকে বেশি ভিউ এলে সিপিএম রেটও বেশি পাওয়া যায়। এর পাশাপাশি কিছু শর্ত পূরণ করাও বাধ্যতামূলক। মনিটাইজেশন চেক করুন–ফেসবুক ক্রিয়েটর স্টুডিও বা মেটা বিজনেস সুইটে গিয়ে মনিটাইজেশন সেকশনে এলিজিবিলিটি দেখুন। স্টোরি পাবলিক করুন–শুধুমাত্র পাবলিক স্টোরি মনিটাইজড হয়, প্রাইভেট বা ফ্রেন্ডস অনলি নয়। অরিজিনাল ও এনগেজিং কন্টেন্ট তৈরি করুন–ভিডিও, ব্র্যান্ড প্রোমোশনসহ আকর্ষণীয় কন্টেন্ট...