রাজধানীর মিরপুর ১১-এর বিহারী মিল্লাত ক্যাম্পে মাদক ব্যবসাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে ছুরি ও চাপাতির আঘাতে অন্তত ৪ জন আহত হয়েছেন। বুধবার (৩ সেপ্টেম্বর) দিবাগত রাত আড়াইটার দিকে এই সংঘর্ষের ঘটনা ঘটে বলে জানিয়েছে পুলিশ। স্থানীয়রা জানান, মাদক ব্যবসাকে কেন্দ্র করে কথাকাটাকাটির একপর্যায়ে বিহারী ক্যাম্পের স্থানীয় সন্ত্রাসী ডলার, ভবন ও রাজেস—একত্র হয়ে হামলা চালায়। তাদের হাতে ছিল ছুরি ও চাপাতি। হামলায় আহতরা হলেন—সৈয়দ হাসান সোহেল (৩৪), মো. হৃদয় (২২), মো. রনি (৪০) ও ডলার (৩০)। এর মধ্যে সোহেল মাথা ও পিঠে গুরুতর আঘাত পেয়েছে। তিনি পল্লবী থানা ছাত্রদলের সভাপতি বলে জানা গেছে। হৃদয় পিঠ ও হাতে আঘাত পেয়েছে, রনির হাতে আঘাত ও ডলার মাথার ডান পাশে আঘাত পেয়েছে। আহতদের শরীরের বিভিন্ন অংশে আঘাতের চিহ্ন রয়েছে।...