বৈষম্যবিরোধী আন্দোলনে গুলিবর্ষণের ঘটনায় দায়ের করা হত্যা মামলায় শ্রমিক লীগ নেতা আব্দুল হালিম শেখকে গ্রেফতার করেছে অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। তিনি ঢাকা মহানগর দক্ষিণ শ্রমিক লীগের ধানমন্ডি থানা ১৫নং ওয়ার্ড শাখার সভাপতি। ধানমন্ডি থানায় দায়ের করা মামলার তদন্তে আব্দুল হালিম শেখের সম্পৃক্ততা পাওয়ায় মঙ্গলবার (৩ সেপ্টেম্বর) দিবাগত রাত সোয়া ১টার দিকে রাজধানীর মিরপুর সেকশন-২ এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছেন সিআইডির বিশেষ পুলিশ সুপার (মিডিয়া) জসীম উদ্দিন খান। তিনি জানান, গ্রেফতার আসামি প্রাথমিক জিজ্ঞাসাবাদে হামলার সময় ঘটনাস্থলে উপস্থিত থাকার বিষয়টি স্বীকার করেছেন। তদন্তে আরও জানা গেছে, তিনি আন্দোলন দমন করার জন্য সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন এবং কিশোরদের ওপর গুলিবর্ষণের ঘটনায় প্রত্যক্ষভাবে জড়িত ছিলেন। উল্লেখ্য, ২০২৪ সালের বৈষম্যবিরোধী আন্দোলনের সময় মাত্র ১৪ বছর বয়সী কিশোর...