সিনেমাপ্রেমী ও ভক্তকূলের জন্য আনন্দের খবর– ৫০তম টরন্টো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের (টিআইএফএফ) পর্দা উঠতে যাচ্ছে। বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) বাংলাদেশ সময় দিনগত রাতে এবারের আসরের উদ্বোধন হচ্ছে। বিশ্বের অন্যতম মর্যাদাপূর্ণ ও কানাডার সর্ববৃহৎ এই চলচ্চিত্র উৎসবের সুবর্ণজয়ন্তী উদযাপনে শামিল হবেন হলিউডের প্রথম সারির তারকারা। কানজয়ী স্বল্পদৈর্ঘ্য ছবি ‘আলী’ ও এর নির্মাতা আদনান আল রাজীব টরন্টো উৎসবের বৈশ্বিক মঞ্চে বাংলাদেশের প্রতিনিধিত্ব করবেন। আয়োজকদের পাঠানো ইমেইলে জানা গেছে, রাজীবের পাশাপাশি অতিথি তালিকায় আছেন অ্যাঞ্জেলিনা জোলি, ড্যানিয়েল ক্রেগ, কিয়ানু রিভস, স্কারলেট জোহানসন, রায়ান রেনল্ডস, নাটালি পোর্টম্যান, এমিলি ব্লান্ট, ডোয়াইন জনসন, জুড ল, কলিন ফ্যারেল, ম্যাথু ম্যাকোনাহে, সিডনি সুইনি, পল মেসকাল, এল ফ্যানিং, মিয়া গথ, জোডি ফস্টার, ইদ্রিস অ্যালবা, ডাস্টিন হফম্যান, র্যালফ ফাইনস, রিজ আহমেদ, কেরি ওয়াশিংটন, জশ ও’কনোর, লি বিয়াং হান, পার্ক চ্যান-উক, জাফর...