১৯৮৬ সালের ২৬ এপ্রিল ইউক্রেনের চেরনোবিল পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে ঘটে যায় মানব ইতিহাসের সবচেয়ে ভয়াবহ শিল্প দুর্ঘটনাগুলোর একটি। রিয়্যাক্টর নম্বর-৪ বিস্ফোরিত হয়ে মুহূর্তেই ছড়িয়ে দেয় প্রাণঘাতী তেজস্ক্রিয়তা। এই বিস্ফোরণ কেবল বিদ্যুৎকেন্দ্র নয়, আশপাশের পুরো অঞ্চলকে বিপর্যস্ত করে তোলে। দুর্ঘটনার সবচেয়ে বড় আঘাত পড়ে বিদ্যুৎকেন্দ্রের ঠিক কাছের শহর প্রিপিয়াতের ওপর। প্রায় ৫০ হাজার মানুষের বসবাস ছিল সেখানে, আর এক রাতেই তাদের জীবন থমকে যায়। প্রিপিয়াতকে বলা হয় ভূতুড়ে শহর। কারণ দুর্ঘটনার পর সেখানে আর কখনো মানুষ স্বাভাবিকভাবে বসবাস করতে পারেনি। শহরের স্কুল, হাসপাতাল, সিনেমা হল, সুপার মার্কেট, এমনকি শিশুদের খেলার পার্কও আছে, তবে সেগুলো এখন ধ্বংসস্তূপে ভরা। একসময়ের হাসি-খুশির শহর আজ নীরবতার রাজত্ব। শহরের একটি বিখ্যাত প্রতীক হলো অ্যামিউজমেন্ট পার্কের ফেরিস হুইল। দুর্ঘটনার পর এটি চালু হওয়ারই কথা ছিল, কিন্তু আর কখনো...